Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, সোমবার, ২৫ এপ্রিল ২০১৬: যুক্তরাষ্ট্রের একজন প্রাক্তন সিনেটর (পুরুষ) বিয়ে করতে যাচ্ছেন আরেক পুরুষকে। স্ত্রীর সঙ্গে দীর্ঘ দাম্পত্যের অবসান ঘটিয়ে ৯০ বছর বয়সে আরেক পুরুষকে শেষ জীবনের সঙ্গী করতে যাচ্ছেন প্রাক্তন এ সিনেটর।
সমলিঙ্গের বিয়ের প্রতি জোরালো সমর্থন জানিয়ে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধ লিখেছেন প্রাক্তন সিনেটর হ্যারিস ওফর্ড। এতে তিনি লিখেছেন, ‘সমলিঙ্গের বিয়ের আইন শক্তিশালী হওয়ার সময়ে বেঁচে থাকায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।’
ওফর্ড বলেছেন, আমার জীবন ‘মহান দুই ভালোবাসার এক গল্প’। এ গল্পের প্রথম জন আমার স্ত্রী ক্লের, যে রক্তস্বল্পতাজনিত রোগে ভুগে ১৯৯৬ সালে মারা গেছে। আর গল্পের দ্বিতীয় জন ম্যাথিউ শার্লটন।
৪০ বছর বয়সি শার্লটনকে বিয়ে করতে যাচ্ছেন ওফর্ড। কিন্তু স্ত্রী ক্লেরের সঙ্গে তার তিন সন্তান রয়েছে, যাদের সবাই এখন প্রাপ্ত বয়স্ক।
নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধে ওফর্ড লিখেছেন, ‘যাদের আমি ভালোবাসি তাদের কাছে জেন্ডার ভিত্তিতে নিজেকে বিবেচনা করি না। অর্ধশতাব্দী আমি দারুণ এক নারীর সঙ্গে থেকেছি। দ্বিতীয় বার সুখ উপভোগের সুযোগ পেয়ে আমি খুশি।’
২০১৫ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রজুড়ে সমলিঙ্গের বিয়ের বৈধতা দিয়ে ঐতিহাসিক রায় দেন দেশটির সর্বোচ্চ আদালত। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সমলিঙ্গের বিয়ের বৈধতা দেওয়ার পক্ষে মতামত দেন। তিনি ও ফাস্র্ট লেডি মিশেল ওবামা সমকামীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।