Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।
ডিএসইতে আজ ৩১৭টি কোম্পানির ৮ কোটি ৪ লাখ ৩০ হাজার ৩৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।মোট লেনদেনের পরিমাণ ৩৪৩ কোটি ৬৫ লাখ ২২ হাজার ৯৯২ টাকা। যা আগের দিনের চেয়ে ১২ কোটি ৩৬ লাখ টাকা বেশি।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৯.৭০ পয়েন্ট কমে ৪২৮১.৯৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১১.৫৩ পয়েন্ট কমে ১৬৪৭.০১ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ৮.৮৭ কমে ১০৪৪.৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার।
টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো: বিএসআরএম লিঃ, ইউনাইটেড পাওয়ার, এমজেএল বিডি, ডরিন পাওয়ার, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, পাওয়ার গ্রীড, যমুনা অয়েল, অলিম্পিক ইন্ডাঃ ও এসিআই লিঃ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : মুননু স্টাফলার, রেনউইক যজ্ঞেশ্বর, মুননু সিরামিকস, লিব্রা ইনফিউশন, এক্সিম ১ম মি. ফা., এনটিসি, স্ট্যান্ডার্ড সিরামিকস, ইস্টার্ন লুব্রিকেন্টস, কোহিনুর কেমিক্যালস ও প্রাইম লাইফ ইন্সুঃ।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ইবিএল, বীচ্ হ্যাচারী, আইএসএন লিঃ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুঃ, এনসিসি ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্সুঃ, বিডি ফাইন্যান্স, সাভার রিফ্রেক্টরীজ, নিটল ইন্সুঃ ও বিএসআরএম লিঃ।