খোলা বাজার২৪, বুধবার, ২৭ এপ্রিল ২০১৬: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সংসদে সরকারদলীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ জঙ্গি তৎপরতার কথা তুলে ধরে তা প্রতিরোধে সরকারের পদক্ষেপ জানতে প্রধানমন্ত্রীকে প্রশ্ন রেখেছিলেন।
কাজী নাবিলের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। মানুষ ন্যায়বিচার পাচ্ছে।
আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকার ফলে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, উল্লেখ করে তিনি বলেন, এই কারণে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ছে। প্রধানমন্ত্রী সংসদে বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার মামলার রহস্য উদ্ঘাটনে সফলতার পরিচয় দিয়েছে।
ইতোপূর্বে জঙ্গি,সন্ত্রাসী ও নাশকতামূলক কার্যকলাপের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের কর্মকাণ্ড ও গতিবিধি সম্পর্কে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। জঙ্গি ও সন্ত্রাসীসহ সকল অপরাধীদের কর্মকাণ্ড রোধে তাদের অর্থের জোগানদাতা ও অর্থের উৎস সন্ধান করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জঙ্গি ও নাশকতাকারী এবং এর হুকুমদাতাদের আইনের আওতায় আনতে সরকারের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
গত বছরের ফেব্র“য়ারিতে লেখক অভিজিৎ রায়ের পর একে একে হত্যাকাণ্ডের শিকার হন অনলাইন অ্যাকটিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু, নীলাদ্রী চট্টোপাধ্যায় নিলয়, অনন্ত বিজয় দাস, প্রকাশক ফয়সল আরেফিন দীপন।
তাদের মতো এই বছরে চলতি মাসের শুরুতে কুপিয়ে হত্যা করা হয় অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমুদ্দিন সামাদকে। তারপর এই সপ্তাহে খুন অধ্যাপক এ এফ এম রেজাউল করিম এবং জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয়। এছাড়া দুজন বিদেশি, খ্রিস্টান যাজক, হিন্দু পুরোহিতের পাশাপাশি শিয়া ও আহমদিয়া সম্প্রদায়ও আক্রান্ত হয়েছে গত বছর।
এসব হত্যাকাণ্ডে দেশীয় জঙ্গিদেরই সন্দেহ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে একটি ক্ষেত্রেও তদন্ত শেষ না হওয়ায় এখনও বিচার শুরু করা যায়নি।