Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17kখোলা বাজার২৪, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬: দূষিত পরিবেশ, স্ট্রেসে ভরা জীবন, পুষ্টির অভাব সব মিলিয়ে চুলের সৌন্দর্যহানি আজকাল বেশিরভাগ নারীর সমস্যা। চুল দ্রুত লম্বা করতে চান।তাহলে বেছে নিন ফলের গুণাগুণ।
আপনাদের জন্য রইল কলা দিয়ে খুব সহজ হেয়ার প্যাক তৈরির কৌশল, নিয়মিত ব্যবহারে যা আপনার চুলকে করে তুলবে লম্বা ও কালো। এক কথায় যাকে বলে সুকেশী। কলা কেবল চুলকে লম্বাই করবে না, একই সঙ্গে করে তুলবে নরম ও মোলায়েম। সপ্তাহে অন্তত দুইদিন কলার হেয়ার প্যাক ব্যবহার করুন।
যা লাগবে
দুটি পাকা কলা (চটকে নেয়া)
একটি ডিমের কুসুম
চা চামচ লেবুর রস

যেভাবে লাগাবেন
প্রথমে ভালো করে তিনটি উপাদান মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিন। এই প্যাক ভালো করে মাথার ত্বকে ও চুলে মাখুন। তারপর একটি প্লাস্টিক দিয়ে মাথা মুড়ে ফেলুন। তার উপরে একটি তোয়ালে পেঁচিয়ে দিন। এভাবে ঘণ্টাখানেক রাখুন। এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।