খোলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাত পৌনে ৮টার দিকে হাসিনা মার্কেটে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে আগুন লাগার খবর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, টিনশেড দোতলা হাসিনা মার্কেটের একটি তুলার দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই আতঙ্কে দোতলা থেকে লাফিয়ে নিচে নামেন।
এ ছাড়া মার্কেটের একটি বড় অংশ আদা, রসুন, পিঁয়াজ ও মরিচের পাইকারি মার্কেট। আর মার্কেটের উত্তর অংশে হলুদ-মরিচ গুঁড়া করার মিল রয়েছে।