Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াক মিথ্যাবাদী এবং চোর হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
নিজ ফেসবুক একাউন্টে রবিবার সন্ধ্যায় দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
এর আগে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ২৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
জয় স্ট্যাটাসে লিখেন, ‘একজন মহিলা যিনি এতিমের টাকা চুরি করেছেন, যার ছেলে দুর্নীতির কারণে এফবি আই কর্তৃক পলাতক আসামি, তার মতো লোকের অবশ্যই বঙ্গবন্ধুর দৌহিত্রের দিকে কাঁদা ছোড়া উচিত নয়। ম্যাডাম, আপনি যদি জানেন যে ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই।
‘আপনার পোষা ভৃত্য মাহমুদুর রহমান এবং শফিক রেহমান এফবি আই এর গোপন নথি চুরি করে আমার সব ব্যাংক হিসাবের তালিকা পেয়েছে, কিন্তু সেই টাকা খুঁজে পায়নি। ১/১১ এর সামরিক শাসকেরা যারা আমার মাকে আটক করেছিল তারাও সেটি খুঁজে পায়নি। এমনকি এফবি আই সেটি পায়নি। এটা এ জন্য যে, আমি ৩০০ মিলিয়ন ডলারের কাছাকাছিও কোনো সম্পদ কোনো দিন অর্জন করিনি। আমি তত ধনী নই। অপরদিকে খালেদা জিয়া হলেন মিথ্যাবাদী এবং একজন চোর।