খোলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: ১৬ বছর পর তিব্বতে দুই পর্বতারোহীর মৃতদেহ পাওয়া গেছে। অ্যালেক্স লোয়ে ও ডেভিড ব্রিজ নামে যুক্তরাষ্ট্রের দুই পর্বতারোহী হিমালয়ের একটি হিমবাহে তুষার ধসে মারা যান।
দুজন ছিলেন বন্ধু। তারা সব সময় একসাথে বিভিন্ন স্থানে পর্বত চূড়ায় উঠতেন। এর মধ্যে অ্যালেক্স লোয়ে ছিলেন বিশ্বের প্রসিদ্ধ একজন পর্বতারোহী। অন্যদিকে ব্রিজ ছিলেন তার ক্যামেরাম্যান।
১৯৯৯ সালের অক্টোবর মাসে তিব্বতের শিশাপাংমা পর্বতচূড়ায় উঠেন অ্যালেক্স ও ব্রিজ। তখন অ্যালেক্স ছিলেন খ্যাতির উর্ধ্ব গগনে। সর্বশেষ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দুইজন পর্বতারোহী গত সপ্তাহে অ্যালেক্স ও ব্রিজের মৃতদেহ খুঁজে পান। তখনো তারা বরফের মধ্যে আটকে পড়ে ছিলেন। শুক্রবার অ্যালেক্স ও ব্রিজের মৃতদেহ উদ্ধারের ঘোষণা দেয়া হয়।
অ্যালেক্স’র স্ত্রী জেনিফার বলেছেন, তার স্বামী ও বন্ধুর মৃতদেহ বরফের মধ্যে দীর্ঘ সময় থেকে হিমায়িত হয়ে গেছে। ৪০ বছর বয়সী অ্যালেক্স লোয়েকে তার সময়ে সেরা পর্বতারোহী হিসেবে বিবেচনা করা হয়।
একইসাথে অনেক পর্বতারোহীকে বিভিন্ন সময় আটকে পড়া থেকে উদ্ধার করায় আরোহীদের কাছে খুবই পরিচিত ছিলেন তিনি।