খোলা বাজার২৪, সোমবার, ২ মে ২০১৬: লিওনেল মেসি মাঠে অভিনয় করার মতো খেলোয়াড় নন, বরং পুরোটা সময় তিনি খেলার জন্যেই মরিয়া থাকেন বলে জানিয়েছেন বার্সেলোনার সাবেক তারকা মিডফিল্ডার চাভি এরনান্দেস।
গত জানুয়ারিতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার জয়ের ম্যাচে মেসিকে ফাউল করে বহিষ্কৃত হয়েছিলেন ফিলিপে লুইস। পরে ব্রাজিলের এই ডিফেন্ডার মেসির বিরুদ্ধে অভিনয় করার অভিযোগ করেন।
ম্যাচে পাঁচবারের বর্ষসেরা তারকা রেফারির আনুকূল্য পান বলেও মনে করেন আতলেতিকোর এই খেলোয়াড়।
চাভির মতে, মাঠে মেসির আচরণ অন্য খেলোয়াড়দের জন্য উদাহরণস্বরুপ।
বর্তমানে কাতারের ক্লাব আল সাদে খেলা চাভি সাবেক সতীর্থের প্রসঙ্গে বলেন, “মেসি ভালো মানুষ। সে সবসময় ভালো ব্যবহার করে, সে সৎ এবং সে কখনোই অভিনয় করে না।”
“সে মাঠে কাউকে কখনও অসম্মান করে না। তার ব্যবহার আদর্শ।