Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: মানবতাবিরোধী অপরাধে কিশোরগঞ্জের অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদসহ চারজনকে মৃত্যুদণ্ডদাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অপরজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিচারপতি মো. আনোয়ার উল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. শাহীনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত চারজন হলেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ, শামসুদ্দিনের ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আবদুল মান্নান ও হাফিজ উদ্দিন। আমৃত্যু কারাদণ্ডাদেশ পেয়েছেন আজহারুল ইসলাম।
আসামিদের মধ্যে অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ ছাড়া বাকিরা পলাতক।
গত ১১ এপ্রিল উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। সে অনুযায়ী রায়ের জন্য আজ দিন নির্ধারণ করা হয়।
আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, লুণ্ঠন, নির্যাতনের মতো সাতটি মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়।
২০১৫ সালের ১৩ মে পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন ও রেজিয়া সুলতানা চমন।