খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: হামিদ বাংলাদেশ থেকে ফার্মাসউটিক্যালস, সিরামিক, পাটজাত পণ্য এবং তৈরি পোষাকসহ উচ্চমানের সামগ্রি আমদানি বৃদ্ধির লক্ষ্যে ভূমিকা রাখার জন্য থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূতের প্রতি আহবান জানিয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে বাংলাদেশে থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত পানপিমন সয়ান্নাপঙ্গসে তার পরিচয়পত্র পেশ করতে এলে রাষ্ট্রপতি এ আহবান জানান।
সরকারি সূত্রে জানা যায়, বর্তমানে দ্বিপাক্ষিক বাইিজ্যিক ভারসাম্য থাইল্যান্ডের পক্ষে। বাংলাদেশ বিগত ২০১৪-১৫ অর্থ বছরে থাইল্যান্ডে ৩২ দশমিক ৭৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করলেও একই সময়ে আমদানি করেছে ৬৮০ দশমিক ৫০ মার্কিন ডলারের পণ্য।
রাষ্ট্রপতি আবদুল হামিদ থাই রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, নবনিযুক্ত রাষ্ট্রদূতের মেয়াদকালে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় হবে।
বাংলাদেশে বিদ্যমান শান্তিপূর্ণ ও আকর্ষনীয় বিনিয়োগের পরিবেশের বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতি দু’দেশের পারস্পরিক লাভের জন্য থাই উদ্যোক্তাদেরকে আইসিটি, খাদ্য, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং পর্যটন খাতে বিনিয়োগে উৎসাহিত করতে ভূমিকা রাখার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান।
রাষ্ট্রদূত পানপিমন সয়ান্নাপঙ্গসে রাষ্ট্রপতিকে জানান, বাংলাদেশের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয় থাইল্যান্ড এবং দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার লক্ষ্যে তিনি তার অব্যহত রাখবেন।
রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে, থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাকে ‘গার্ড-অব-অনার’ প্রদান করে। – বাসস