খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: আইপিএলে কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর ও বেঙ্গালুরুর ক্যাপ্টেন বিরাট কোহলি দু’জনকেই দিতে হবে মোটা টাকার জরিমানা। কোড অফ কনডাক্ট ভঙ্গ করায় দুই অধিনায়কেরই জারিমানা করেছে আইপিএল।
গত সোমবার বেঙ্গালুরুর ঘরের মাঠে তাদেরকে পাঁচ উইকেটে হারিয়েছে গম্ভীরের কেকেআর। সেই ম্যাচেই দু’অধিনায়কের ফাইন হয়েছে। গম্ভীর আইপিএল-এর কোড অফ কনডাক্টের লেভেল ওয়ান অফেন্স (আর্টিকেল ২.১.৮) করেছেন। সূর্যকুমার যাদব বাউন্ডারি মেরে ম্যাচ জেতানোর পরই চেয়ারে লাথি মারেন গম্ভীর। তাই তার ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল। জয়ের উচ্ছ্বাসে রিজার্ভ বেঞ্চের চেয়ারেই লাথি মেরে ছিলেন নাইট অধিনায়ক।
অন্যদিকে বিরাট কোহলিকেও দিতে হবে ২৪ লাখ রুপি। ম্যাচে স্লো ওভার রেটের দায়ে শাস্তি পাচ্ছেন কোহলি। এ ই নিয়ে আইপিএল নাইনে একই অপরাধ দু’বার করলেন কোহলি। ফলে দ্বিগুণ টাকা জরিমানা হচ্ছে তার। যার ফলে তাকে দু’ম্যাচে স্লো ওভার রেটের জন্য মোটা জরিমানা দিতে হচ্ছে ৩৬ লাখ রুপি। আগের ম্যাচে দিতে হয়েছিল ১২ লাখ। শুধু কোহলিই নন, গোটা দলের সদস্যদের থেকেই ছ’লাখ টাকা করে কেটে নেয়া হবে। অথবা ২৫ শতাংশ ম্যাচ-ফি কাটা হতে পারে।