খোলা বাজার২৪,বুধবার, ৪ মে ২০১৬: ইরাকে অবস্থানরত মার্কিন নেভি সিল সদস্য চার্লি ক্যাটিং আইএস হামলায় নিহত হয়েছেন। ৩১ বছর বয়সী ওই সেনা সদস্য অ্যারিজোনা অঙ্গরাজ্যের বাসিন্দা।
বিবিসির খবরে বলা হয়, তিনি উত্তর ইরাকে কুর্দিস পেশমের্গা বাহিনীর উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।
কুর্দিস কর্মকর্তারা জানিয়েছেন, তারা সীমানা লঙ্ঘন করে উত্তরের আইএস নিয়ন্ত্রিত শহর মসুলে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে।
আমেরিকার প্রতিরক্ষা দফতর জানিয়েছে, ২০১৪ সালে আইএস বিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর চার্লিসহ মোট ৩ জন মার্কিন সেনা হামলায় নিহত হলো ।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার জানান, ইরবিল শহরের কাছে যুদ্ধে শুধু ওই একজন মার্কিন সেনাই নিহত হয়েছেন।
তিনি বলেন, ‘চার্লি ক্যাটিং যুদ্ধে মারা গেছেন। তাকে হারানো অবশ্যই খুব বেদনাদায়ক।’
মার্কিন বিমান হামলার সহায়তায় ইরাকের সরকারি বাহিনী আইএসকে কিছুটা চাপের মুখে রাখতে সক্ষম হয়েছে।
এ উগ্রবাদী দলটি এখনও উত্তর ও পশ্চিম ইরাকের বিশাল অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।