খোলা বাজার২৪,শুক্রবার, ৬ মে ২০১৬: খুলনা মহানগরের খালিশপুরে বিটিসিএল অফিসের সামনে এক এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যাসহ একজনকে আহত করেছে দুর্বৃরা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের উপর হামলা হয় বলে খালিশপুর থানার ওসি আমীর তৈমুর ইলী জানান।
নিহত মহিবুল শেখ (১৯) খালিশপুরের প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক তজিবর শেখের ছেলে।
ওসি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে খালিশপুর বিটিসিএল অফিসের সামনে দুর্বৃরা মহিবুল ও রাসেলকে পিটিয়ে জখম করে।
“এলাকাবাসী তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিবুলকে মৃত ঘোষণা করেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে ক্রিকেট খেলার একটি ব্যাট উদ্ধার করেছে।
মহিবুলের মুখসহ শরীরের বিভিন্ন স্থান থেঁতলে গেছে বলে ওসি তৈমুর ইলী জানান।