Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Rana-Plaza-Collapse-300x185খোলা বাজার২৪,শুক্রবার, ৬ মে ২০১৬: সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আমেরিকার তিন বড় কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণের যে মামলা করেছিলেন কয়েকজন ক্ষতিগ্রস্ত, এক মার্কিন আদালত তা খারিজ করে দিয়েছে। ওয়ালমার্ট, জে সি পেনি এবং চিলড্রেন্স প্লেসের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। মামলার বাদী ছিলেন রানা প্লাজার এক আহত শ্রমিক এবং নিহত এক নারী শ্রমিকের স্বামী। খবর এপি’র।
তারা অভিযোগ করেছিলেন, এই তিনটি কোম্পানি রানা প্লাজার কারখানায় শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করতে পারেনি।
কিন্তু ডেলাওয়ারের এক আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন। বিচারক বলেছেন, বাংলাদেশি আইন অনুযায়ী এরকম ক্ষতিপূরণের মামলা করতে হয় ঘটনার এক বছরের মধ্যে। এক্ষেত্রে বাদীরা মামলা করতে দেরি করেছেন।
বিচারক আরও বলেছেন, রানা প্লাজায় যেসব শ্রমিক কাজ করতেন, তাদের নিরাপত্তা দেখার দায়িত্ব কারখানার মালিকের। এক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলোকে কেন এসব শ্রমিকের নিরাপত্তার দায় নিতে হবে, তা বাদী পক্ষ যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেননি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের ঘটনা বিশ্ববাসীকে নাড়া দেয়। এই ট্রাজেডিতে নিহত হয়েছিলেন ১১০০’র বেশি শ্রমিক।