খোলা বাজার২৪,শুক্রবার, ৬ মে ২০১৬: আইপিএলের চলতি আসরে প্রায় সব দলই ভুগছে চোট সমস্যায়। এর মধ্যে সবচেয়ে বেশী সমস্যায় ভুগেছে আসরের নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্ট। মাত্র ৯ দিনের মধ্যে তাদের ৪ জন গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড় ইনজুরির কারণে এখন আসরের বাইরে।
এবারের আইপিএলে এই পর্যন্ত ১৩ জন ক্রিকেটার ইনজুরি সমস্যায় ভুগছেন। যাদের মধ্যে ১১ জনই এই মৌসুমে আর খেলায় ফিরতে পারবে না। তাই দলগুলো এখন নতুন করে খেলোয়াড় নেয়ার পরিকল্পনা করছে। তাই এবার আইপিএলে সুযোগ পেতে পারেন বাংলাদেশ দলের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। খবর ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর।
ক্রিকইনফো পুনের জন্য দশ জন ক্রিকেটারের একটি তালিকা প্রকাশ করেছে। আর সে তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন তামিম ইকবাল।
আইপিএলে অন্তর্ভুক্ত হবার মতো সেই ১০ জন ক্রিকেটার-
১. বেন স্টোকস (ইংল্যান্ড)
২. জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)
৩. তামিম ইকবাল (বাংলাদেশ)
৪. মাইকেল হাসি (অস্ট্রেলিয়া)
৫. ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ)
৬. জো রুট (ইংল্যান্ড)
৭. গ্রান্ট ইলিয়ট (নিউজিল্যান্ড)
৮. কেভন কুপার (ওয়েস্ট ইন্ডিজ)
৯. মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)
১০. কেভিন ও ব্রায়েন (আয়ারল্যান্ড)