খোলা বাজার২৪,শনিবার, ৭ মে ২০১৬: বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও জোর করে ব্যলট পেপারে সিল মারার খবর পাওয়া গেছে। গেছে। জাগো নিউজের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর :-
ফেনী : ছাগলনাইয়া উপজেলার শুভোপুর ইউনিয়নের জগন্নাধ সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও আ.লীগ প্রর্থীর সমর্থকদের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুমিল্লা : চান্দিনায় নৌকা মার্কার সমর্থকরা অস্ত্রের মুখে এক হাজার ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্স ভর্তি করায় জোয়াগ ইউনিয়নের জোয়াগ দাখিল মাদরাসা কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। শনিবার ভোর রাতে কেন্দ্রে প্রবেশ করে অস্ত্রের মুখে ১ হাজার ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মেরে বাক্স ভর্তি করে। সকাল সোয়া ৯টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুর রহমান ওই কেন্দ্রে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ভোটগ্রহণ স্থগিত করেন।
দিনাজপুর : পার্বতীপুর উপজেলার ১নং ভোলাইচন্ডি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কইপুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। শনিবার সকাল ৯টায় ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তৌহিদ উদ্দিন ভোটগ্রহণ
স্থগিত করেন।
জামালপুর : বক্সিগঞ্জ উপজেলার সাদুরপাড়া ইউনিয়নে জাল ভোট দিতে সহযোগিতা করায় দুইটি কেন্দ্রের দুই প্রিসাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বর্তমানে ওই দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আটক দুই প্রিসাইডিং অফিসার হলেন, নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এ কে এম আকরামুজ্জামান এবং একই ইউনিয়নের আচ্চাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মো. আনিসুজ্জামান আকুন্দ।
শেরপুর : ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের লয়খা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আব্দুল বারিক মিয়াকে ভোটে ঘুষ লেনদেনের অভিযোগে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় ঘুষ প্রদানকারী ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী তালা প্রতীকের সাইফুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।