খোলা বাজার২৪,শনিবার, ৭ মে ২০১৬: শনিবার সকালে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন চলাকালে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার শিকারীপাড়া ইউনিয়নের বিষমপুর কেন্দ্রের সামনে চল্লিশোর্ধ রহিমা বেগম এভাবেই একজন মেম্বার প্রার্থির পক্ষে ভোট চান।
ভোটের দিনে প্রকাশ্যে ভোট কেন চাইছেন জানতে চাইলে তিনি বলেন, সবাই চেয়ারম্যান প্রার্থী নিয়া ব্যস্ত, আমার তালা জিতলেই চলবে।
উল্লেখ্য, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আলীমোর রহমান পেয়ারা, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মোজাম্মেল হক টিপু, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন এম এ জব্বার। সকাল থেকেই ভোটারদের মধ্যে উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে যেতে দেখা গেছে। বেলা সোয়া ১১ টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।