Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪,শনিবার, ৭ মে ২০১৬: সদ্য বাংলাদেশ সফর করে যাওয়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এই সফরকে ‘ফলপ্রসূ’ হিসেবে উল্লেক করে জানিয়েছেন, এই সফরে দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা মোকাবেলায় সহযোগিতার বিষয়ে অগ্রগতি হয়েছে।
আজ শনিবার বাংলাদেশে দুই দিনের সফর শেষে দেশে ফিরে টুইটারে একথা জানান নিশা।
বাংলাদেশ সফর নিয়ে তিনি পরপর তিনটি টুইট করেন। এতে তিনি বলেন, ‘বাংলাদেশে একটি ফলপ্রসূ সফর শেষে দেশে ফিরেছি। সফরে আমাদের মধ্যে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা মোকাবেলায় সহযোগিতার বিষয়ে অগ্রগতি হয়েছে।’
দ্বিতীয় টুইটে নিশা বলেন, ‘এটা সুস্পষ্ট যে, বাংলাদেশে ধর্ম, বর্ণ ও যৌনতা নিয়ে বিভিন্ন ধরনের মত রয়েছে।’
তৃতীয় টুইটে তিনি বলেন, ‘যেসব খুনি ও সন্ত্রাসীরা আতঙ্ক ছড়ানো এবং গণতন্ত্র ও মৌলিক স্বাধীনতার ক্ষতিসাধনের চেষ্টা করছে তাদের থামাতে আমাদের লক্ষ্য অভিন্ন।’