Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪,শনিবার, ৭ মে ২০১৬: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নের কালডাঙ্গী দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় গুলিতে মাহবুব (২৫) নামে একজন নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
সংঘর্ষে আহত হয়েছেন আরো পাঁচজন। তাঁরা হলেন বাবুল (৩৫), নাসিরুল (৩০), লিয়াকত আলী (৩০), আজিজুল (২৮) ও নাজিম (৫৫)। তাঁদের মধ্যে নাজিম ও আজিজুলের অবস্থা গুরুতর। নাজিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম বলেন, আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মাহবুবকে মৃত অবস্থায় পান চিকিৎসকরা।