খোলা বাজার২৪,শনিবার, ৭ মে ২০১৬: কেএফসি স্বাধীনতা কাপের আসর শুরু হওয়ার আগে হয়তো ফেভারিটের তালিকায় চট্টগ্রাম আবাহনীকে অনেকেই রাখেনি।
চট্টগ্রাম আবাহনী সেমিফাইনাল খেলবে তার পক্ষে বাজি ধরার লোকও কম ছিল। কিন্তু সেই চট্টগ্রাম আবাহনীই কিনা স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলল।
প্রথমবারের মতো ঘরোয়া কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে উঠে শিরোপা জিতে ইতিহাস গড়েছে চট্টগ্রাম আবাহনী।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে প্রথমবারের মতো বড় কোনো শিরোপা ঘরে তুলেছে। ফাইনালে ২-০ গোলের ব্যবধানে আবাহনীকে হারিয়ে ইতিহাস গড়েছে বন্দরনগরীর দলটি। ফাইনালে জয়সূচক দুটি গোলের একটি করেছেন হাইতিয়ান ফুটবলার প্রিয়াক্স। অপর গোলটি করেছেন রুবেল মিয়া।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে উভয় দল। সে লড়াইয়ে অবশ্য কেউ কাউকে পেছনে ফেলতে পারেনি। ফলে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের ম্যাচ। প্রথমার্ধে বেশ ভালো খেলা ঢাকা আবাহনী খেই হারায় দ্বিতীয়ার্ধে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৫ মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিয়াক্স ঢাকা আবাহনীর গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান। তাকে গোলে সহায়তা করেন রুবেল মিয়া।
ম্যাচের ৬১ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রুবেল মিয়া। তাকে গোলটি করতে সহায়তা করেন মিডফিল্ডার কৌশিক বড়ুয়া। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে ঢাকা আবাহনীকে হারিয়ে শিরোপা জিতে নেয় চট্টগ্রাম আবাহনী।