Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪, রবিবার, ৮ মে ২০১৬: রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি প্রত্যেককে মায়ের সেবা করার আহবান জানিয়ে বলেছেন, মায়ের ঋণ কোন দিন শোধ হওয়ার নয়। যারা মাকে কষ্ট দেয় তাদের কোন মঙ্গল হয় না।
আজ শেরে বাংলা নগর পাট গবেষণা ইনষ্টিটিউট মিলনায়তন কৃতি গুণী মা সম্মাননা ২০১৬ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ব মা দিবস উপলক্ষে লাল-সবুজ বাংলাদেশ এর উদ্যোগে কৃতি গুণী মা সম্মাননা ২০১৬ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, পাট গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক মো. কামাল উদ্দিন, ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘লাল সবুজ বাংলাদেশ’ এর সভাপতি হারুণ উর রশিদ রাজা।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান জুয়েল।
রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক আরো বলেন, মায়ের প্রতি সম্মান করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আজ দেশের নারীর ক্ষমতায়ন ও নারী নির্যাতন রোধে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, নারীর সমমর্যাদা প্রতিষ্ঠা ও চাকুরীতে নারীদের অগ্রধিকার দেয়া হচ্ছে। উপাচার্য মীজানুর রহমান বলেন, বর্তমান সরকার নারী বান্ধব।
শাহে আলম মুরাদ বলেন, বর্তমান সরকার নারীর প্রতি বিশেষ সম্মান ও মর্যাদা দিচ্ছে। আজ দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের প্রধান, সংসদের স্পিকার, সংসদ উপনেতা এবং কৃষিমন্ত্রীও একজন নারী । পরে মন্ত্রী ও অতিথিবৃন্দ কৃতি গুণী মা সম্মাননা পদক তুলে দেন।
কৃতি গুণী মা সম্মাননা প্রাপ্তরা হলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর উপাচার্য, অধ্যাপক ড. একে এম নূর’উন নবী’র মা বেগম নূর’উন নাহার, বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বাবু সতীশ চন্দ্র রায়ের সহধর্মিনী মিরা রাণী রায়, পররাষ্ট্রমন্ত্রীর বোন হোসনে আরা মাহমুদা খাতুন, ঢাকা লেডিস ক্লাবের নবনির্বাচিত সভাপতি প্রফেসর তওহীদা ফারুকী এবং নুর জাহান বেগম, রওশন বেগম, রাবেয়া আলম, রেজিয়া বেগম, নাজমা খাতুন, বেগম মেহেরুন নেছা প্রমুখ।
পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।