Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪, রবিবার, ৮ মে ২০১৬: ক্রিকেটে রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলায় এবার শচীনকে টপকে গেলেন ভারতের বর্তমান টেস্ট দলের অধিনায়ক কোহলি। পুনের বিপক্ষে ১০৮ রানের অনবদ্য এক ইনিংস খেলে আইপিএলে শচীনের রেকর্ড ভাঙলেন রয়েল চ্যালেঞ্জারের এই অধিনায়ক।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিরাট কোহলির অসাধারন সেঞ্চুরিতে বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার রাতে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে ৭ উইকেটের এই জয় পেয়েছে তারা।
নবম আসরের ৩৫ তম ম্যাচে বেঙ্গালুরুর চেন্নাশামী স্টেডিয়ামে টস জিতে বেঙ্গালুরু অধিনায়ক কোহলি প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পুনেকে। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে পুনে। এদিন দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করে আজিঙ্কে রাহানে। এই ইনংস খেলতে তিনি বল খরচ করেন ৪৮টি। এছাড়া সৌরভ তিওয়ারির করেন ৩৯ বলে ৫২ রান।
বেঙ্গালুরুর পক্ষে ২৪ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন ওয়াটসন। জয়ের জন্যে ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দুর্দান্ত শতকে মাত্র ৩ উইকেট হারিয়ে দারুণ এক জয় তুলে নেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এদিন কোহলির ব্যাট থেকে আসে ১০৮ রান। ৫৮ বল খরচ করা ওই ইনিংসে কোহলি হাঁকিয়েছেন ৭টি ছক্কা ও ৮টি চারের মার।
কোনো অধিনায়ক হিসেবে এর আগে অধিনায়ক হিসেবে আইপিএলে দুই আসরে ৫০০ রানের অধিক সংগ্রহের রেকর্ড রয়েছে সচিন টেন্ডুলকারের। আর প্রথম অধিনায়ক হিসেবে তিনটি মৌসুমে ৫০০-এর বেশি রান করে শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি।
শনিবার ধোনির পুনের বিপক্ষে মাঠে নামার আগে রেকর্ড গড়তে মাত্র ৬৭ রান দরকার ছিল কোহলির। পুনের বিপক্ষে ব্যাট হাতে অনবদ্য সেঞ্চুরি করেছেন। সেই সঙ্গে শচিনকে টপকে গেলেন তিনি।
আইপিএল-এ অধিনায়ক হিসেবে দুই মৌসুমে ৫০০ বা তার বেশি রান করেছিলেন শচিন। কোহলি গত মৌসুমেই শচিনকে ছুঁয়ে ফেলেন। এবার বাকি ছিল টপকে যাওয়া। সেটি করে দেখালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক।
২০১০ ও ২০১১ আইপিএলে যথাক্রমে ৬১৮ ও ৫৫৩ রান করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক শচিন। ক্রিকেট থেকে অবসর নেয়া এই তারকা এখন আর আইপিএলে খেলছেন না।
এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্সের দলনেতা কোহলি ২০১৩ ও ২০১৫ সালে যথাক্রমে ৬৩৪ ও ৫০৫ রান করেছেন।
শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে পুনে সুপারজায়েন্টের বিরুদ্ধে ৫৮ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় অপরাজিত ১০৮ রান করেন। তার টি২০ ক্যারিয়ারে এটি দ্বিতীয় সেঞ্চুরি। সেই সঙ্গে এবারের আইপিএল-এ তার মোট রান হলো ৫৪১।