Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪, রবিবার, ৮ মে ২০১৬: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দা থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত একটি পত্রিকা সৌদি গেজেট। মুস্তাফিজুর রহমানের প্রশংসা করেছে এই সংবাদমাধ্যমটি। সেখানে লেখা হয়েছে, ‘কম বয়সী’ মুস্তাফিজুর রহমান আইপিএলে ঝড় তুলছেন।
সৌদি গেজেটে আরো লেখা হয়েছে, ‘তারকা মুস্তাফিজের উত্থান এক বছর আগে হলেও আন্তর্জাতিক ম্যাচে অভিষেকেই নিজেকে অন্য রুপে মেলে ধরেছেন। বতর্মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে ঝড় তুলছেন।’
তবে আজকের এই তারকা মুস্তাফিজ হয়ে বেড়ে ওঠা তার জন্য খুব একটা সহজ ছিল না। এর জন্য সংগ্রাম করতে হয়েছে অনেক। তারপর তিনি আজকের অবস্থানে দাড়িয়েছেন তিনি।
সৌদি গেজেটে তুলে ধরা হয়েছে সে কথাও, ‘ব্যক্তিগত জীবনে মুস্তাফিজ বেশ ফুরফুরে মেজাজে থাকতেই পছন্দ করেন। মিশতে পারেন সবার সঙ্গে। কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য শহর থেকে শহরে ঘুরেছেন। ক্রিকেটের কোনো টুর্নামেন্ট হলে খেলার চেষ্টা করেছেন। চার বছর আগেও তার ভাইয়ের সঙ্গে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেটে অনুশীলন করেছেন।’
সৌদি গেজেটে মুস্তাফিজের একটি সাক্ষাৎকার তুলে ধরা হয়। যেখানে বাংলাদেশের কাটার বয় বলেছিলেন তার বড় ভাই মোখলেসুর রহমানের আন্তরিকতার কথা, ‘আমার ভাই প্রতিদিন আমাকে সাতক্ষীরায় নিয়ে যেতেন। আবার বাড়িতে নিয়ে আসতেন। এটা খুব কঠিন কাজ ছিল।