Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪, রবিবার, ৮ মে ২০১৬: বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডসহ ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব রাব্বী তনয়ের খুনিদের দ্রুত গ্রেপ্তারে বাংলাদেশকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে আহ্বান জানিয়েছেন দেশটির আট কংগ্রেস সদস্য। এক চিঠিতে তাঁরা এই আহ্বান জানিয়েছেন।
সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলি রয়েছেন। এ ছাড়া আছেন মাইক হোন্ডা, এলিয়ট অ্যাঞ্জেল, গ্রেস মেং, জো লফগ্রেন, টেড লিউ, এলান লয়েন্থেল ও তুলশি গ্যাবার্ড।
পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে তাঁরা লিখেছেন, ‘ঘাতকদের গ্রেপ্তারের বিষয়ে বাংলাদেশ যাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়, সে জন্য জন কেরিকে আরো সোচ্চার হতে হবে।’
২৫ এপ্রিল কলাবাগানের লেকসার্কাসে ‘আসিয়া নিবাস’ নামের বাসায় জুলহাজ ও তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। তিনি উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতে কাজ করার পাশাপাশি সমকামী ও হিজড়াদের অধিকারবিষয়ক পত্রিকা ‘রূপবান’ সম্পাদনা করতেন। তনয় ছিলেন একজন নাট্যকর্মী। ওই ঘটনায় এক নিরাপত্তারক্ষীও আহত হন।