Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোগান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের কড়া সমালোচনা করেছেন। গত শুক্রবার জুমার নামাজের পর ইস্তাম্বুলে আয়োজিত এক জনসভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেন এবং মাওলানা নিজামীর বিরুদ্ধে রায়ের সমালোচনা করেন।
তাইয়েব এরদোগান বলেন, আজ বাংলাদেশে ৭৫ বছর বয়সী একজন মুজাহিদের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়া হয়েছে। তিনি কোনো ধরনের অপরাধ করে থাকতে পারেন বলে আমরা বিশ্বাস করি না। আমরা সব ধরনের সম্ভাব্য পদক্ষেপ নেয়ার পরও কারো প্রতি ভ্রুক্ষেপ না করে সরকার ফাঁসি দিয়েই চলেছে। এভাবে ফাঁসি দেয়ার এই মানসিকতাকে আমরা গণতান্ত্রিক চোখে দেখি না। একই সাথে এটাকে আমরা ন্যায়সঙ্গত বলেও মনে করি না।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে যা ঘটছে সে ব্যাপারে যারা কোনো কথা বলছেন না, তারা এর দায়ভার থেকে মুক্ত থাকতে পারেন না।
ইস্তাম্বুল শহরে আইউপ সিটি করপোরেশনে একটি সেবাকেন্দ্র ভবন উদ্বোধনের সময় তিনি ২৬ মিনিট বক্তব্য রাখেন। তখন তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্সি অব দি রিপাবলিক অব তার্কি ওয়েবসাইটেও এরদোগানের শুক্রবারের বক্তব্য তুলে ধরা হয়েছে এবং সেখানেও এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। ‘প্রেসিডেন্টশিয়াল সিস্টেম ইজ নট নিউ টু আস’ শীর্ষক শিরোনামে এরদোগানের শুক্রবারের বক্তব্য প্রকাশ করা হয়েছে।