Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের ওপর কোনো থ্রেট নেই। দেশের হাল ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে কোনো চাপ বা থ্রেটের কাছে নতিস্বীকার করবো না। নিয়ম অনুযায়ী নিজামীর দণ্ড কার্যকর করা হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা বিখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতিউর রহমান নিজামীর রিভিউয়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর কারাগারে যাবে। সব প্রক্রিয়া শেষে যথাযথ আইন মেনেই রায় কার্যকর করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা মানেই নিজামীর দণ্ড কার্যকর করা নয়। এই রকম মনে করার কোনো কারণ নেই। নিয়ম অনুযায়ী সব হবে।