খোলা বাজার২৪, মঙ্গলবার, ১০ মে ২০১৬: আরেকটি পালক যোগ হলো সাকিব আল হাসানের মুকুটে। সেটা হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) তিনি সর্বকালের সেরা একাদশে স্থান পেয়েছেন। বিশ্বের সেরা অলরাউন্ডারের জন্য এটা খুব বড় খবর কি?
ভারতের একটি ইংরেজি পত্রিকায় প্রথম খবরটি প্রকাশিত হয়েছে।
আইপিএলে ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিকভাবে খেলছেন সাকিব। ২০১২ ও ২০১৪ সালে দলের শিরোপা জয়ে দলের হয়ে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। অসাধারণ ও বুদ্ধিদীপ্ত বোলিং ও ব্যাটিংয়ের কারণে কলকাতার অন্যতম ভরসার প্রতীক হয়ে উঠেছেন তিনি। তাই ২০১১ সাল থেকে নিয়মিত সাকিবকে নিজেদের দলে রাখছে কলকাতা।
আইপিএলের প্রথম থেকেই জড়িয়ে আছে কলকাতা নাইট রাইডার্সের নাম। আর গেল আটটি আসরে বিভিন্ন উত্থান-পতন দেখেছে কলকাতা। আট বছরে কলকাতার সাফল্য ব্যর্থতার সাথে জড়িয়ে আছে অনেক খেলোয়াড়ের নাম । যেখানে অবিচ্ছেদ্যভাবে আছেন ক্রিকেটের ফেরিওয়ালা সাকিব আল হাসান।
সৌরভ গাঙ্গুলি, রিকিং পন্টিং, জ্যাক ক্যালিস, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, ব্রেট লি ও শোয়েব আখতারের মতো কালের সেরা তারকারা খেলেছেন এই দলে। সম্প্রতি মাঠ মাতাচ্ছেন গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল ও ইউসুফ পাঠানের মতো তারকারা। এত তারকার সঙ্গে সাকিবের নাম অবশ্যই তার যোগ্যতার স্মারক।
২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেন সাকিব আল হাসান। তবে অলরাউন্ডার হিসেবে সুপরিচিত হলেও নাইট শিবিরে ভালো মানের একজন বোলার হিসেবেই প্রতিষ্ঠিত তিনি। এখন পর্যন্ত কলকাতার ইতিহাসের চতুর্থ সেরা উইকেট শিকারি সাকিব।
আইপিএলের ৪৪ ম্যাচে তার মোট উইকেট ৪২টি। ওভারপ্রতি তার ইকোনমি রেট প্রায় সাত করে। বাংলাদেশি এই অলরাউন্ডারের সেরা বোলিং ফিগার ২০১২ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩/১৭।
বোলিংয়ে সেরা হলেও ব্যাট হাতেও মাঝে মাঝে নিজের সেরাটা তুলে ধরেন সাকিব। আইপিএলে এই পর্যন্ত ২২.৫৬ গড়ে ৫১৪ রান করেছেন। আইপিএলের তার সর্বোচ্চ সংগ্রহটি আসে চলতি আসরে গুজরাট লায়ন্সের বিপক্ষে । ইডেন গার্ডেন্সের ওই ম্যাচে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত থাকেন সাকিব।
কলকাতার সর্বকালের সেরা একাদশ : গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), সৌরভ গাঙ্গুলি, জ্যাক ক্যালিক, মনিষ পাণ্ডে, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসাব, পিযুষ চাওলা, সুনীল নারাইন, লক্ষ্মীপতি বালাজি।
এছাড়া দ্বাদশ ব্যক্তি হিসেবে একাদশে স্থান পেয়েছেন মনোজ তিওয়ারি।