খোলা বাজার২৪, বুধবার, ১১ মে ২০১৬: শেষ ওভারে অসাধারণ বোলিংয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে রোমাঞ্চকর জয় এনে দিলেন আশিস নেহরা। রাইজিং পুনে সানরাইজার্সের জিততে শেষ ওভারে দরকার ১৪ রান। প্রথম দুই বলে ২ রান। পরের বলে থিসারা পেরেরা আউট। চতুর্থ বলে পুনে অধিনায়ক এমএস ধোনির ছক্কা। কিন্তু এর পরের বলে দ্বিতীয় রান নিতে গিয়ে ধোনি রান আউট। শেষ বলে ৫ রান দরকার। ম্যাচে ৬ উইকেট নেয়া অ্যাডাম জাম্পা আউট। ৪ রানের জয়ে দারুণ প্রতিশোধ নিলো হায়দ্রাবাদ। এবারের আইপিএলের প্রথম দেখায় তাদের হারিয়েছিল পুনে। আর এই জয়ে হায়দ্রাবাদ ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে উঠে গেলো পয়েন্ট টেবিলের শীর্ষে।
বিশাখাপত্তমে ৮ উইকেটে ১৩৭ রান করেছিল হায়দ্রাবাদ। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৬ রান দিলেও উইকেট পাননি। প্রথম দুই ওভারে দিয়েছিলেন যথাক্রমে ৫ ও ৮। এরপর চাপের মুখে ১৭ ও ১৯তম ওভারে বল করেছেন মুস্তাফিজ। এবারও যথাক্রমে ৫ ও ৮ দিয়েছেন। তাতে শেষ ওভারে বল করার মতো একটা সংগ্রহ ছিল নেহরার হাতে। অভিজ্ঞ বোলার সেটা কাজে লাগাতে পেরেছেন। ৮ উইকেটে ১৩৩ রানে থেমেছে পুনে।
১৯ রানে ২ উইকেট হারায় পুনে। এরপর ৪৯ রানের জুটি গড়েছেন জর্জ বেইলি ও রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনকে চার নম্বরে নামিয়ে ২৯ রান পেয়েছে পুনে। ৮৬ রানে ৫ উইকেট পড়ার পর ধোনি নেমেছেন। থিসারা পেরেরা ১৭ রান দিয়েছেন। ধোনি ২০ বলে ৩০। কিন্তু তারা জেতাতে পারেননি। নেহরা ৩ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট ভুবনেশ্বর কুমার, বারিন্দন স্রান ও মজেজ হেনরিকেসের।
এর আগে ৪ ওভারে ১৯ রানে ৬ উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ান লেগ স্পিনার আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সেরা বোলিং করেও ম্যাচ জেতাতে পারলেন না! টস জিতে ব্যাটিং বেছে নিলেন ডেভিড ওয়ার্নার। কিন্তু দারুণ ফর্মে থাকা হায়দ্রাবাদ অধিনায়ক এদিন ব্যর্থ। মাত্র ১১ রান করেই আরপি সিংয়ের শিকার হয়ে ফিরেছেন ওয়ার্নার। শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামস ৪৬ রানের জুটি গড়লেন। কিন্তু ধীর ছিল গতি। ধাওয়ান ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করে রবিচন্দ্রন অশ্বিনের শিকার। যুবরাজ সিং ২৩ রান দিয়ে গেলেন ২১ বল খেলে। ৩৭ বলে ৩১ রান এলো উইলিয়ামসের ব্যাট থেকে। ঝড় উঠলো না কারো ব্যাটে।
এদিন বিস্মিত করেছেন জাম্পা। ম্যাচের শেষ ও নিজের চতুর্থ ওভারে তিনি ৩ উইকেট নিয়েছেন। তার আগের ওভারে শিকার করেছেন ২ উইকেট। আর নিজের দ্বিতীয় ওভারে ১ উইকেট তার। একে একে জাম্পা শিকার করেছেন যুবরাজ, উইলিয়ামসন, মজেজ এনরিকেস (১০), দিপক হুডা (১৪), নামান ওঝা (৭) ও ভুবনেশ্বর কুমারের (১) উইকেট। হারা ম্যাচেও জাম্পা পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার।