খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১২ মে ২০১৬: বিশ্বের প্রথম নগ্ন রেস্তোরাঁ খুব শিগগির চালু হতে যাচ্ছে লন্ডনে। এতে সম্পূর্ণ নগ্ন হয়ে খাবার খাওয়া যাবে। এ নিয়ে যখন আলোচনা জমে উঠেছে ঠিক তখনই সেক্স থিম পার্কের ঘোষণা এলো ব্রাজিল থেকে। খবরে প্রকাশ, ব্রাজিলের সাও পাওলোর পাইরাসিকাবায় ২০১৮ সালের মধ্যে প্রাপ্ত বয়স্কের জন্য সেক্স থিম পার্ক তৈরি করা হবে।
যেহেতু এটি সেক্স থিম পার্ক, তাই অন্যান্য সাধারণ পার্কের চেয়ে এটি হবে ভিন্ন। এই পার্কের বিশেষত্ব হচ্ছে অবাধ নগ্নতা। অবকাশ যাপনে এই পার্কে বিনোদনের পাশাপাশি নগ্ন হয়ে ঘুরে বেড়াতে পারবেন আগতরা। এতে থাকবে সেভেন-ডি প্রযুক্তির সিনেমা হল, যৌন জাদুঘর, কামোদ্দীপক স্ন্যাকস বার, ন্যাকেড ওয়াটার স্লাইড, ন্যুড পুল, রোলার কোস্টারসহ বিভিন্ন রাইড।
তবে হ্যাঁ, এই পার্কে নগ্ন হয়ে আপনি আনন্দে মেতে উঠতে পারবেন কিন্তু যৌনতায় থাকবে নিষেধাজ্ঞা। পার্কে ঢুকতে অবশ্যই পয়সা থরচ করতে হবে; মাথাপ্রতি একশ ডলার। বাচ্চাদের প্রবেশ নিষেধ। শুধুমাত্র প্রাপ্ত বয়স্করাই সেখানে ঢুকতে পারবেন। তবে সমালোচকরা বলছেন, চালু করার পর পার্কটি ‘যৌনতার রাজধানী’ হিসেবে পরিচিত হয়ে উঠতে পারে।