Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26kখোলা বাজার২৪, শনিবার, ১৪ মে ২০১৬: দরজা খুলে পড়ে যাওয়ায় বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ ফ্লাইটটি বাতিল করা হয়েছে। বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাসকট যাচ্ছিল।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার ফ্লাইট ছিল এটি। বিমানটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন।
মো. আহসান নামে ওই বিমানের এক যাত্রী জানান, বিমানটি উড্ডয়নের আগেই দরজা খুলে পড়ে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে যাত্রা বাতিল করা হয়। যাত্রীরা সবাই নিরাপদে নেমে যেতে পেরেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শাহ আমানত বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭-এর একটি দরজা খুলে পড়ে যায়। ফলে ফ্লাইটটি বাতিল করা হয়। যান্ত্রিক ত্রুটি মেরামত করে এই বিমানেই যাত্রীদের মাসকট পাঠানো হবে।