Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37kখোলা বাজার২৪, শনিবার, ১৪ মে ২০১৬: কি স্লোয়ার! কি কাটার! কি ইয়র্কার! সব ক্ষেত্রেই যেন দিনে দিনে ছাড়িয়ে যাচ্ছেন সবাইকে। অভিষেকের এক বছর হয়ে গেলেও বল হাতে এখনো সেই ‘অচেনা’ মুস্তাফিজুর রহমান। এতোদিন বাংলাদেশ দলের হয়েই দ্যুতি ছড়িয়েছেন। এবার সেই সীমানাটা বাড়িয়ে নিয়েছেন ভারতের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে।
আর আইপিএলে সবার দৃষ্টি থাকায় ক্রিকেটে বিশ্বও মেতে উঠেছে মুস্তাফিজ বন্দনায়। ফলশ্র“তিতে, ভারতীয় গণমাধ্যম এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এবারের আইপিএলের উত্থান বলা হচ্ছে এই তরুণ বাঁ-হাতি পেসারকে। এছাড়াও আইপিএলের মাধ্যমে উত্থান উল্লেখ করে বিশেষ প্রতিবেদনও প্রকাশ করে বিশ্বগণমাধ্যমগুলো।
কিন্তু মুস্তাফিজকে এই আইপিএলের উত্থান মানছেন না ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার এবং ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তার মতে, বাংলাদেশের জার্সি গায়ে এক বছর আগে তার অভিষেকের পর থেকেই তার উত্থান। আইপিএল নিয়ে এক আলাপচারিতায় এমনটাই জানান এই জনপ্রিয় ধারাভাষ্যকার।
বললেন, ‘মানুষ বলে মুস্তাফিজ এবারের আইপিএলের উত্থান, কিন্তু সে আইপিএলের উত্থান নয়! এক বছর আগে অভিষেকের পর থেকেই তার উত্থানের শুরু।’
বাংলাদেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ওয়ানডেতে মুস্তাফিজের ঝুলিতে রয়েছে ২৬টি উইকেট; এর মধ্যে পাঁচ উইকেট পেয়েছেন তিনবার। টি-টোয়েন্টিতেও রয়েছে ২২টি উইকেট। বাংলাদেশের ইতিহাসে মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ম্যাচে পাঁচ উইকেট নেয়ার কীর্তিও রয়েছে তার। এছাড়াও সাদা পোশাকে নিয়েছেন চার উইকেট।
বিশপের মতে, মুস্তাফিজ এবারের আইপিএলে গত এক বছর ধরে যা করেছে তারই ধারাবাহিকতা বজায় রাখছে। বললেন, ‘মুস্তাফিজ আইপিএলে যা করছে তা শুধু এক বছর আগে তৈরি করা মান ধরে রাখছে।’
এখন পর্যন্ত আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রতিটি ম্যাচেই মাঠে নেমেছেন মুস্তাফিজ। মোট ১১টি ম্যাচে ২৪৬টি বল করেছেন, দিয়েছেন ২৬৮ রান। ৬.৫৩ ইকোনমি রেটে উইকেট পেয়েছেন ১৩টি। এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন দ্বিতীয় স্থানে।
বিশপের মতে, সেরা বোলারদের নাম সব সময় সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় থাকবে এমনটা নয়। বললেন, ‘সেরা বোলাররা সব সময় সেরা উইকেট শিকারির কলামে থাকবে এমন নয়। মুস্তাফিজকেই দেখুন!’
এছাড়াও ইয়ান বিশপের চোখে হায়দরাবাদ ও এবারের আইপিএলের সেরা ক্রয় মুস্তাফিজুর রহমান। পাশাপাশি বাংলাদেশকেও ধন্যবাদ জানান এমন এক বিস্ময় বালককে সুযোগ করে দেয়ার জন্য। বললেন, ‘টম মুডির সেরা ক্রয় মুস্তাফিজ, বলতেই হবে। ওয়েল ডান বাংলাদেশ।