Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51kখোলা বাজার২৪, শনিবার, ১৪ মে ২০১৬: বুলগেরিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে রবিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লন্ডনে দুই দিন অবস্থানের পর বুধবার থেকে শুক্রবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন তিনি।
ওই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নারী নেতারা উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন।
শেখ হাসিনা রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বলে প্রধামন্ত্রীর কার্যালয় জানিয়েছে।