Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের আওতাধীন দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই তিন সেতুর মূল পাইলিংয়ের কাজ সেপ্টেম্বরে শুরু হবে। এখন চলছে সূচনা পর্ব। ২০১৮ সালের নির্ধারিত সময়ের দুই মাস আগেই আগস্ট মাসে যানবাহন চলাচলের জন্য এই তিন সেতু উন্মুক্ত করে দেওয়া হবে।
শনিবার দুপুরে মেঘনা সেতুর সূচনা পর্বের কাজ পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, জাপানি প্রতিষ্ঠান জাইকা ও বাংলাদেশ যৌথভাবে তিনটি সেতু নির্মাণ ব্যয় বহন করবে। মোট ব্যয় হবে সাড়ে আট হাজার কোটি টাকা।
সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে মন্ত্রী বলেন, সিঙ্গাপুরে ৪০টি বার্জ, ২৪টি ক্রেন, তিনটি কংক্রিট ব্যাচিং প্লান্ট এবং ১৭টি ড্রাইভিং হ্যামারের নির্মাণকাজ শেষপর্যায়ে। পদ্মা সেতুর মতো অনেক কাজ দেশে হচ্ছে না। সিঙ্গাপুরে কাজ হচ্ছে বলেও তিনি জানান।
মুন্সীগঞ্জের প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ এলাকার সেতুর কাজ পরিদর্শনের পর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা সেতু এলাকা পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, এই তিন সেতুর কাজের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমে এতদিন কিছু প্রকাশ করা না হলেও সেতু তিনটির কাজ অনেক দূর এগিয়ে গেছে।
মন্ত্রী আরো বলেন, সেতু তিনটিতে সর্বাধুনিক প্রযুক্তি নেরো বক্স স্টিল গার্ডার ব্যবহার করা হচ্ছে, যার ফলে সেতুতে কিছুদূর পর পর এক্সপানটেশন থাকবে না । এ ছাড়া ২০১৮ সালে পুরোনো সেতু তিনটি পুনর্বাসনকাজ শুরু করা হবে, যা ২০২১ সাল নাগাদ শেষ হবে।