খোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: বৃষ্টিবিঘিœত ম্যাচে সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। মহেন্দ্র সিং ধোনির পুনে সুপারজায়ান্টসকে ডাকওয়ার্থ লুইস মেথডে (ডিএল মেথড) ২৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা।
আগে ব্যাট করে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৭.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে রাইজিং পুনে সুপারজায়ান্টস যখন কোনঠাসা তখনই ইডেন গার্ডেনে নামলো বৃষ্টি। সেই বৃষ্টি এতোটাই যে, শেষ পর্যন্ত খেলাই বন্ধ করে দিতে বাধ্য হলেন আম্পায়াররা। প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে মাঠে গড়ালো বল। তবে দ্বিতীয় ইনিংসের এবং কার্টেল ওভারের। কলকাতার সামনে জয়ের জন্য ৯ ওভারে ৬৬ রানের লক্ষ্য বেধে দেওয়া হয়।
তবে মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। ১৮ বলে অপরাজিত ৩৭ রান করেন ইউসুফ পাঠান। ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকে মণীশ পান্ডে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে কলকাতার বোলারদের তোপের মুখে ১৭.৪ ওভারে মাত্র ১০৩ রান তুলতে সক্ষম হয় পুনে। সর্বোচ্চ ৩৩ রান করেন জর্জ বেইলি। ২১ রান করেন উসমান খাজা। সাকিব আল হাসান ৩ ওভারে ২১ রান দিয়ে নেন ১ উইকেট।