Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34kখোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: চলতি আইপিএলে নবম আসরে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছেন সাতক্ষীরার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাই তার খেলাকে কেন্দ্র করে উৎসবে মেতেছে তেতুলিয়া গ্রাম। সানরাইজার্স ও কলকাতার খেলার দিন মুস্তাফিজের এলাকার মোড়ে মোড়ে খেলা দেখার হিড়িক পড়ে।
বিশেষ করে মুস্তাফিজের সানরাইজার্স হাইদরাবাদের খেলা রাতে হলেও, দেখার প্রস্তুতি শুরু হয়ে যায় দুপুর থেকেই। শুধুমাত্র মুস্তাফিজের এলাকা নয়, গোটা জেলার কৃষক, ব্যবসায়ী সবাই কাজ পেলে মুস্তাফিজের খেলা দেখে।
মুস্তাফিজের কারণে সাতক্ষীরার সম্মান উজ্জল হচ্ছে। তাই খুশি সে এলাকার জনগন। আর এ নিয়ে দেশের প্রথম সারির এইটি অনলাইন নিউজ পোর্টালকে মুস্তাফিজের গ্রামের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ জাভিদ হাসান বলেন, মুস্তাফিজের ভেতর যে প্রতিভা, সেটি প্রকৃতিগতভাবে সে পেয়েছে। অন্যদের মতো স্বভাব সুলভ খেলোয়ার সে নয়। অনুশীলনের মাধ্যমে সে তার প্রতিভাবে শানিত করেছে। মুস্তাফিজ ভালো খেলুক বা খারাপ খেলুক সেটি মুখ্য বিষয় নয়। খেলছে তো মুস্তাফিজ!
তিনি জানান, বিদ্যুত না থাকলে স্মার্ট ফোন ব্যবহার করে ক্রিকেট বিষয়ক ওয়েব সাইট ‘ক্রিক ইনফো’র মাধ্যমে লাইভ ক্রিকেট স্কোর আপডেটের মাধ্যমে খেলার দেখার তৃপ্তি মেটান। তিনি বলেন, মুস্তাফিজের খেলা থাকলে সেদিন সকল কাজ বাদ দিয়ে মুস্তাফিজের খেলা দেখি।
আর এদিকে মুফিজের বাবা আলহাজ্ব আবুল কাশেম বলেন, ‘মুস্তাফিজ এখন আর আমার একার নয় সে এখন সাতক্ষীরার, দেশের সকলের। সন্তানের অর্জনে পিতা-মাতার চেয়ে কেউ বেশি খুশি হয় না। আইপিএলর মতো আসরে ম্যাচ সেরা হচ্ছে আমার অনুভূতি বোঝাতে পারবো না।’