খোলা বাজার২৪, সোমবার, ১৬ মে ২০১৬: বিএনপির যুগ্মমহাসচিব আসলাম চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়েছে।
রবিবার বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার গাড়ি চালক ও এক সহকারীকেও আটক করা হয়।
ডিএমপির উপপুলিশ কমিশনার (জনসংযোগ) মারুফ হোসেন সরদার আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিবি উত্তর তাকে গ্রেপ্তার করেছে।
রবিবার বিকালে রাজধানীর খিলক্ষেত এলাকা দিয়ে গাড়ি নিয়ে যেতে ছিলেন। এসময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। এরপর রাজধানীর খিলক্ষেত থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।
সূত্র জানায়, তাকে আটকের পর খিলক্ষেত থানা পুলিশে গোয়েন্দা পুলিশের মহাগনর উত্তরের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে রাত পৌনে ৯ টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়।