খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৭ মে ২০১৬: চীনের বিভিন্ন প্রদেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পাশাপাশি তিনি বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে চীনের বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করতে দেশটির সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।
গতকাল সোমবার সচিবালয়ে সফররত চীনের ইউনান সরকারের জ্যেষ্ঠ উপদেষ্টা ঝং মিয়ানের সঙ্গে বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১২-১৭ জুন চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং নগরীতে অনুষ্ঠেয় চতুর্থ এশীয় প্রদর্শনী আয়োজনের প্রাক্কালে তিন দিনের সরকারি সফরে গতকাল ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে ঝং মিয়ান ঢাকায় আসেন।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক সহযোগিতার সব ক্ষেত্রে এবং অর্থনৈতিক পর্যায়ে বেইজিংয়ের সঙ্গে ঢাকার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইউনান প্রদেশও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত।
এশীয় প্রদর্শনীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে ঝং মিয়ান বলেন, তাঁর সরকার বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বিনা মূল্যে ও অগ্রাধিকারমূলক স্টলের ব্যবস্থা করেছে। এ ধরনের অংশগ্রহণ দুটি দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক সম্প্রসারণ করবে।
গতকাল উভয় পক্ষ প্রস্তাবিত বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডোরের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চট্টগ্রাম ও কুনমিং মহানগরীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং দুটি অঞ্চলের মধ্যে সরাসরি যোগযোগ বাড়ানোর বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।