খোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে গ্রাহকদের উৎসাহিত করতে একটি আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
বুধবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ক্যাম্পেইন অনুযায়ী আগামী ৩১ মে মধ্যে সিম নিবন্ধন করে একজন গ্রাহক জিতে নিতে পারবেন ১০ লাখ টাকা।
ক্যাম্পেইনের আওতায় চলতি মাসের ১৬ থেকে ৩১ তারিখের মধ্যে রবির গ্রাহকরা বায়োমেট্রিক সিম নিবন্ধন করলে ৫০ টাকার ফ্রি টক টাইম পাবেন।
পাঁচ দিন মেয়াদী এ টক টাইমে রবি গ্রাহকরা বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কথা বলতে পারবেন।
রবি জানায়, ক্যাম্পেইন চলাকালে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি ঘণ্টায় একজন করে গ্রাহক পুরস্কার হিসেবে পাবেন ১০ হাজার টাকা।
আর দিনে একজন করে গ্রাহক এক লাখ টাকা জিতে নিতে পারবেন। কক্সবাজারের উখিয়ার মো. শাহজাহান হলেন প্রথম এক লাখ টাকা বিজয়ী। ক্যাম্পেইন শুরুর প্রথম দিন ১৬ মে সিম নিবন্ধন করেন তিনি।
এছাড়া এই ক্যাম্পেইনের আওতায় একজন গ্রাহক পাবেন ১০ লাখ টাকা। রবি থেকে পরবর্তীতে বিজয়ীদের সাথে যোগাযোগ করা হবে।
আকর্ষণীয় এ ক্যাম্পেইনে একজন গ্রাহক মাত্র একবারই বিজয়ী হতে পারবেন বলে জানায় রবি।