Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

57kখোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬: এ যেন এক আজব থানা! এখানে কেউ বন্দি থাকেনি। কেউ এ থানায় ধর্ষণের মামলা করেনি। প্রতিষ্ঠার পর ২৩ বছরে থানাটিতে মামলা দায়ের হয়েছে ৫৫টি।
ভারতের রাজস্থান রাজ্যের জয়সলমীর জেলার সীমান্ত এলাকা থেকে ১৫ কিলোমিটার দূরে সাহাগড় বুলচে এলাকায় থানাটি অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে।
খোঁজ নিয়ে জানা যায়, এ থানা এলাকায় বড় ধরনের কোনো অপরাধ খুব একটা সংঘটিত হয় না। ফলে পুলিশের হাতেও কাউকে গ্রেপ্তার হতে হয় না। থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের তেমন কোনো কাজ থাকে না বললেই চলে। তবে এখান থেকে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অন্য কোথাও বদলি হতে পারলেই যেন বাঁচেন। কারণ, এ থানাতে নেই বিদ্যুৎ সংযোগ, নেই সুপেয় পানির ব্যবস্থা।
সাহাগড় বুলচে থানার পুলিশ সূত্রে জানা যায়, থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রয়েছে মানুষের বসবাস। কোনো কিছু কেনাকাটা করতে সেখানে যেতে হয়। এমনকি পান-সিগারেট কিনতে হলেও সেখানে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।
থানা এলাকায় প্রায় ৯০০ মানুষের বসবাস। এলাকায় টহলের জন্য থানায় আছে একটি মাত্র পুরোনো জিপ। মূলত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের শাস্তি দেওয়ার জন্যই এ থানায় পাঠানো হয়। সাহাগড় থানায় বর্তমানে একজন পুলিশ পরিদর্শক, একজন উপপরিদর্শক ও ১৫ জন সদস্য আছেন।
সাহাগড় বুলচে থানার উপপরিদর্শক রাজীব পাচার জানান, প্রতিষ্ঠার পর সাহাগড় বুলচে থানায় মাত্র ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ১৯৯৪ সালে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় একটি, আর ২০০৬ সালে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় একটি। তবে ওই মামলাগুলোতে কোনো অভিযুক্তকে এ থানার গারদে থাকতে হয়নি। এখন পর্যন্ত কোনো ধর্ষণের মামলাও দায়ের হয়নি। একটা সময় মাদক ও চোরাচালান রোধের জন্য এ থানা প্রতিষ্ঠা হলেও বর্তমানে তেমন কোনো অপরাধ ঘটে না।