খোলা বাজার২৪, শুক্রবার, ২০ মে, ২০১৬: বাংলাদেশের অবকাঠামো খাতে ভারত তিন বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৪ হাজার কোটি টাকা) বিনিয়োগ করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় শ্রিংলা এ কথা জানান। তিনি বলেন, ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আঞ্চলিক হাবে পরিণত হতে পারে।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম এ লতিফ,পরিচালক আলম, ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হাওলাদার, ফার্স্ট অফিসার রাকেশ রামন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন আহমেদ, চেম্বারের সবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ,একেখান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালাহ উদ্দিন কাসেম খান, চট্টগ্রাম বন্দরের পরিচালক জাফর আলম,কাস্টমস কমিশনার হোসেন আহমেদ, জে এফ বাংলাদেশের প্রধান নির্বাহী এ কিউ আই চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন,ভারত–বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যেমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।বাংলাদেশে উৎপাদিত পণ্যের গুণগত মান সঠিক হলে তা ভারতের বাজারে অগ্রাধিকার পাবে বলে জানান তিনি।