Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51kখোলা বাজার২৪, শুক্রবার, ২০ মে, ২০১৬: বড় ধরনের লজ্জা পেয়েছেন সাকিব আল হাসান। ভারতের মাটিতেই এই লজ্জা পান সাকিব। সাকিবের অপরাধও কম নয়। নিজে লজ্জা পাওয়ার জন্য সাকিবই কম দায়ি নয়। আর সবচেয়ে বড় কথা হলো শেষ হতে পারে সাকিব আল হাসানের আইপিএল। পরিস্থিতি কিছুতেই কলকাতার পক্ষে যাচ্ছে না। গ্রুপপর্বে আর মাত্র একটি ম্যাচ রয়েছে কলকাতার। এই ম্যাচে একাদশে নাও থাকতে পারেন সাকিব আল হাসান। মুস্তাফিজের দলের বিপক্ষে ম্যাচ রয়েছে কলকাতার। এই লড়াইয়ে হায়দারাবাদ এগিয়ে থাকবে। কলকাতা হেরে গেলে আসর থেকে বিদায় নিতে হবে। তবে আর ২০১৬ আইপিএলে মাঠে নামার কোনো সুযোগ থাকবেনা সাকিবের। সাকিবের উপর অনেক ভরসা রাখে দল। কিন্তু তিনি লজ্জা দেন সবাইকে। ৮ বলে করেন ৩ রান।
পরে গাম্ভীর ঠিকই বল তুলে দেননি সাকিবকে। যা তাকে লজ্জা দেয়ার সামিল। পয়েন্ট টেবিলে এখনো ৪ নম্বরে রয়েছে কলকাতা। হাতে ম্যাচ মাত্র একটি। সামনের ম্যাচটি তাদের জন্য ডু আর ডাই। শুক্রবারের ম্যাচে জহির খানের দিল্লী বড় জয় পেলে শীর্ষ চার থেকে নিচে নেমে যাবে কলকাতা। এই মুহূর্তে কঠিন সমীকরণের সামনে আইপিএলের দলগুলো। কলকাতা এত দিন ভালো খেলে আসলেও শেষ ভুলে ছিটকে যেতে পারে আসর থেকে। অ্যান্দ্রে রাসেলের ছিটকে যাওয়ায় কলকাতা মাসনিকভাবে ভেঙ্গে পড়েছে অনেকটাই।