Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখোলা বাজার২৪, রোববার, ২২ মে, ২০১৬: পাবনায় আব্দুর রহিম (৩৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে একই দলের প্রতিপক্ষ গ্রুপের লোকজন। আজ রবিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার পয়দা বাজারে এ ঘটনা ঘটে। নিহত রহিম পয়দা রহিমপুর গ্রামের জমশেদ বিশ্বাসের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রহিমের চাচা আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী। অপরদিকে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সান মোল্লা নিজেও মেম্বার প্রার্থী। এ নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি-সম্পাদক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। রবিবার সকালে আব্দুর রহিম পয়দা বাজারে মাংস কিনতে যায়। এ সময় সান মোল্লা ও তার লোকজন আব্দুর রহিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি আব্দুল কুদ্দুস জানান, ফোর্স পাঠানো হয়েছে ঘটনাস্থলে। লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।