খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬: বিনা পরোয়ানায় গ্রেফতার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও রিমান্ড সংক্রান্ত ১৬৭ ধারার নির্দেশনার বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেয়ায় সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন সন্তোষ প্রকাশ করে বলেছেন, ৫৪ ধারা ও ১৬৭ ধারা হাইকোর্ট অসাংবিধানিক ঘোষণা করেছিলেন এবং কিছু আদেশ দিয়েছিলেন তা আজ চূড়ান্ত হল। হাইকোর্ট যে গাইড লাইন দিয়েছে সরকারকে তা পালন করতে বাধ্য হবে। বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করা করা যাবে না। রিমান্ডের বিষয়ে হাইকোর্টের রায় অনুসরণ করতে হবে। তিনি বলেন, ১৩ বছর আগে হাইকোর্ট ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও ১৬৭ ধারা অসাংবিধানিক ঘোষণা করেছিলেন তা বহাল রেখে আজ রায় ঘোষণা করা হলো।
ড. কামাল হোসেন বলেন, সংবিধানের বিধান পালন পালন করতে হবে। তা পালন না করায় আদালত সুরাহা করেছেন। এখন থেকে রায় অনুসরণ করা বাধ্যতামূলক। তিনি বলেন, আদালতের নির্দেশনা মানে হচ্ছে ঊনবিংশ শতাব্দি থেকে আমরা একবিংশ শতাব্দিতে প্রবেশ করছি। বিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ডের বিষয়ে হাইকোর্টের দেয়া নির্দেশনার রায় রাখা হয়েছে। এ বিষয়ে আদালত যে মন্তব্য করেছিলেন তা পূর্ণ হল।
তিনি বলেন, আপিল ডিসমিস হয়ে গেছে। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপির জন্য অপেক্ষা করতে হবে। রায় পেলে ব্যাখ্যা বিশ্লেষণ করবো কি আছে কি নাই।
এর আগে আদালতে শুনানিতে প্রবীণ এই আইনবিদ বলেছিলেন, এক যুগ আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও ১৬৭ ধারা সংশোধনের হাইকোর্ট রায় দিয়েছে। হাইকোর্টের রায়ের নির্দেশনাসমূহ এখনো বহাল রয়েছে। কিন্তু সরকার ওই রায় বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। যদি রায় বাস্তবায়ন করা হতো তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নাগরিকের মৃত্যুর ঘটনা ঘটতো না।