খোলা বাজার২৪, শনিবার, ২৮ মে ২০১৬: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমরা আগেই জানতাম, এই সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) আমলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। তারপরেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। কারণ হলো বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।’
শনিবার দুপুর পৌনে ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি প্রতিনিধিদলের প্রধান নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপ থেকেই সিইসিকে আমরা বলে এসেছি যে, নির্বাচনে যে ব্যাপক সহিংসতা, কারচুপি হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। নির্বাচন কমিশন জেনেশুনেও কিছু করছে না। ইসি ঘুমিয়ে আছে, তাদের জাগানোর চেষ্টাই বৃথা।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান আরো বলেন, ‘আমরা আসলে নির্বাচন কমিশনকে সহানুভূতি দেখাতে এসেছি। তাদের অসহায়ত্ব দেখে আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছি। নির্বাচন কমিশন অসহায়। সংবিধানে তাদের অনেক ক্ষমতা দেওয়া আছে। কিন্তু বাস্তবে তারা অসহায়ের মতো কিছুই করছে না।’