Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14খোলা বাজার২৪, শনিবার, ২৮ মে ২০১৬: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চ অনেক উল্টাপাল্টা কাজও করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন।
শনিবার ঢাকা ক্লাবে ‘আবদুল কাদের মোল্লা : যুদ্ধাপরাধ বিচার ও ফাঁসি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
সৈয়দ জাহিদ হোসেন ও সোনিয়া হক বইটি লিখেছেন। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, ওয়ার ক্রাইম ফাইন্ডিংস ফ্যাক্টস কমিটির সভাপতি ড. এমএ হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নূহ-উল আলম লেনিন বলেন, ‘শুরুর দিক থেকে আমি গণজাগরণ মঞ্চের সঙ্গে যুক্ত ছিলাম। কাদের মোল্লাকে ট্রাইব্যুনালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর তরুণ প্রজন্মের এই আন্দোলনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা সম্ভব হয়েছিল। যে কারণে রাষ্ট্রপক্ষের আপিলের মাধ্যমে কাদের মোল্লার ফাঁসির রায় নিশ্চিত করা সম্ভব হয়েছিল।’
তবে এই সংগঠন পরবর্তীতে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।
লেনিন বলেন, ‘গণজাগরণ মঞ্চ নিয়ে এই বইয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। গণজাগরণ মঞ্চ সবকিছু যে ভালো করেছে তা নয়। শেষ দিকে তারা অনেক উল্টাপাল্টা কাজও করেছে। আমরা কি তাদেরকে বলেছিলাম পাকিস্তান হাইকমিশনের সামনে গিয়ে বে আইনি জমায়েত করতে? তারা শেখ হাসিনাকে উদ্দেশ করে অনেক স্পর্ধামূলক কথাও বলেছে।’