খোলা বাজার২৪, শনিবার, ২৮ মে ২০১৬: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় প্রাণহানির চিত্র তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেছেন, ‘এই নির্বাচন এখন কুরুক্ষেত্রে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত শতাধিক মানুষ মারা গেছেন। এ নির্বাচন শহীদের নির্বাচন। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে যত রক্তপাত হয়েছিল, তার চেয়ে বেশি রক্তপাত ইউপি নির্বাচনে হয়েছে। তাহলে প্রশ্ন- কেন ও কার জন্য এ নির্বাচন?’
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয় ভাসানী ভবন মিলনায়তনে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুবুর রহমান।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
দেশে দুর্বৃত্তসৃষ্ট দুর্যোগ চলছে, এ দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ স্বাভাবিক ঘটনা। এতে আমাদের কোনো আক্ষেপ নেই। কিন্তু যখন দুর্বৃত্ত দ্বারা সৃষ্ট কোনো দুর্যোগ বা সঙ্কট হয়, সেটা আমাদের সমাজ ও জাতীয় জীবনে অনেক বড় ক্ষতি করে। সেটা আমাদের জন্য অনেক বেদনাদায়ক হয়। অনেক সময় আমরা তা কাটিয়ে উঠতে পারি না।’
মাহবুবুর রহমান আরো বলেন, ‘দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বাকস্বাধীনতা আজ রুদ্ধ। দেশে আইনের শাসন নেই। এভাবে কি দেশ চলতে পারে?’
জিয়াউর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকালের মেয়াদ অল্প হলেও সর্বক্ষেত্রে তিনি বিপ্লব ঘটিয়েছেন। কৃষি, শিল্প, অর্থনীতিসহ সকল ক্ষেত্রে তিনি আমূল পরিবর্তন এনেছেন।’
মাহবুবুর রহমান বলেন, ‘জিয়াউর রহমানের চিন্তা, চেতনা ও আদর্শকে আজ আমরা অনেকেই ভুলতে বসেছি। তার চেতনা-আদর্শ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এ অবস্থার পরিবর্তন করতে হবে। জিয়ার আদর্শকে ধারণ করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. আলী আকবর চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীসহ আয়োজক সংগঠনের নেতা-কর্মীরা।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।