খোলা বাজার২৪, রোববার, ২৯ মে ২০১৬: ইসরাইলের লিকুদ পার্টির নেতা ও মোসাদের কথিতি এজেন্ট মেনদি সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎ হয়নি বলে এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন তিনি। সাফাদি ‘মিথ্যা বলছে’ এবং তিনি বিএনপির সাথে ষড়যন্ত্রে জড়িত বলে দাবি করেন জয়।
বিবিসি বাংলা মেনদির ‘ভুয়া ইন্টারভিউটি’ সত্যতা যাচাই ছাড়াই প্রকাশ করেছে দাবি করে এ ঘটনার মধ্য দিয়ে সংবাদ সংস্থাটির ‘বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে’ বলে মন্তব্য করেছেন তিনি।
সজীব সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে বলেন, বিএনপি এমনই এক বোকার দল, এমনকি তারা যখন মিথ্যা বলে তখনও বোকামিপূর্ণ ভুল করে। আমি চাই বিএনপি এবং সাফাদি একটা প্রশ্নের জবাব দিক। ওয়াশিংটনের ঠিক কোথায় সে আমার সাক্ষাত পেয়েছে? কোন অনুষ্ঠানে? অন্য কার অফিস্তে
তিনি বলেন, প্রথম বোকামিপূর্ণ ভুল তারা করেছে কারণ, আমি গত ৩-৪ বছরে ওয়াশিংটনে কোন অনুষ্ঠান বা কারও অফিসে যাইনি। যে মিটিংগুলো আমার হয়েছে সেগুলো সবই সরকারি কর্মকর্তাদের সাথে এবং একান্ত ব্যক্তিগত। তাহলে, কোথায় তার সাথে আমার সাক্ষাত হতে পারে?
সাফাদির সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে জয় বলেন, আমার সাথে সাফাদির কোনোসময়ই সাক্ষাত হয়নি, এটা ওয়াশিংটনেও না বা অন্যকোনো জায়গায়ও না। সে মিথ্যা বলছে। সে যে বিএনপির জন্য মিথ্যা বলতে সম্মত হয়েছে সেটা দিয়ে এও প্রমাণ হচ্ছে, সে বিএনপির সাথে ষড়যন্ত্রে জড়িত। নাহলে আর কী কারণে সে বিএনপির হয়ে মিথ্যা বলবে?
বিবিসি বাংলার প্রতিবেদন নিয়ে জয় বলেন, এটাও খুবই লজ্জাজনক যে বিবিসি বাংলা আসলেই সেই ভুয়া ইন্টারভিউটি ঘটনার সত্যতা যাচাই ছাড়াই প্রচার করেছে। এ ঘটনা সংবাদের উৎস হিসেবে তাদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে।