Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, রোববার, ২৯ মে ২০১৬: বাংলাদশেে ৯ কজেি ওজনরে মাথাওয়ালা শশিুর খােঁজবাংলাদেশে একটি বিরল রোগের সন্ধান মিলেছে। দেহের চেয়ে তিনগুণ বড় মাথার একটি শিশুর সন্ধান মিলেছে।
দুই বছর বয়সী শিশু ইমনের মাথার ওজন ২০ পাউন্ড বা ৯ কেজি। জানা গেছে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ইমনের বাড়ি।
ইমনের মা বলেন, জন্মের সময় তার মাথা স্বাভাবিকের চেয়ে সামান্য বড় ছিল। গত দুই বছরে এটি প্রসারিত অব্যাহত রয়েছে। বিশাল আকৃতির মাথার জন্য স্বাভাবিকভাবে হাটাচলা করতে পারে না। এমনকি তার অঙ্গপ্রত্যঙ্গের সরাতে অক্ষম।
ইমনের বাবা বলেন, তারা ছেলের চিকিৎসার জন্য বিভিন্ন গ্রামের বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছেন কিন্তু কেউ রোগ নির্ণয় করতে পারেনি। ডাক্তাররা ধারণা করছেন, রোগটি হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটির কারণে মস্তিষ্ক ও মেরুদণ্ড সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (সিএসএফ), যা অঙ্গ পুষ্টি প্রদান এবং বর্জ্য পদার্থ সরানোর জন্য অপরিহার্য দ্বারা বেষ্টিত করা হয়ে থাকে।
অঙ্গ ক্রমাগত নতুন সিএসএফ উৎপন্ন করে পুরোনো তরল মস্তিষ্ক থেকে মুক্তি এবং রক্তনালীসমূহ শোষিত হয়ে থাকে। যদি এই প্রক্রিয়া বিঘিœত হয়, সিএসএফ মাত্রা দ্রুত বিল্ড আপ করতে পারেন, মস্তিষ্কের উপর চাপ স্থাপন করে।
যেখানে একটি শিশুর মেরুদণ্ড সঠিকভাবে গড়ে ওঠে না বা জন্মগত হাইড্রোসেফালাস অথবা ত্রুটির কারণেও হতে পারে।
এটি একটি সংক্রমণ যা গর্ভাবস্থায় বিকাশ ঘটতে পারে।
এটি স্থায়ী মস্তিষ্কের ক্ষতি ফলে দীর্ঘমেয়াদী মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ঝুঁকি বহন করে।
ডাক্তাররা ইমনের বাবা বলেন, তিনি যদি বিদেশে চিকিৎসার জন্য নিয়ে চিকিৎস করাতে পারেন তবে ছেলেটি সুস্থ হতে পারে।
কিন্তু ইমনের দরিদ্র বাবার পক্ষে বিদেশে চিকিৎসা করানোর মতো অর্থ নেই। তিনি ছেলের ভবিষ্যৎ নিয়ে ‘আশাহীন’।.