Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

779A0550খােলা বাজার২৪, রোববার, ২৯ মে ২০১৬: প্কর্পোরেট সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বৃত্তি প্রকল্পের আওতায় ঢাকা অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করল এক্সিম ব্যাংক। আজ (এপ্রিল ২৯, ২০১৬) এক্সিম ব্যাংক প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সব শিক্ষার্থীর হাতে ২০১৬ সালের বৃত্তির চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, খন্দকার রুমি এহসানুল হক, মোঃ হুমায়ূন কবীর, শাহ্ মোঃ আব্দুল বারীসহ এক্সিম ব্যাংক প্রধান কার্যায়ের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ।

উল্লেখ্য, এক্সিম ব্যাংক ২০০৬ সাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে বৃত্তি প্রদান করে আসছে।