Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3kখোলা বাজার২৪, সোমবার, ৩০ মে ২০১৬: পাবনায় প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন (৩০) নিহত হয়েছে। তিনি গয়েশপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাকে কুপিয়ে ও গুলি করে করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিপন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের হরিনারায়নপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, একটি সালিশী বৈঠকে তার উপর প্রতিপক্ষদলের লোকজন হামলা করে। গুরুতর আহতাবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সদর থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি হাসপাতালে যাচ্ছি। বিস্তারিত পরে বলতে পারবো।
গয়েশপুর ইউনিয়নের আসন্ন নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বাদশা অভিযোগ করে জানান, নিহত রিপন গত দুই দিন ধরে আমার আনারস প্রতীকের পক্ষে কাজ করছিল এবং ইউনিয়নের বিভিন্ন স্থানে আনারস প্রতীকের পোষ্টার লাগাচ্ছিল। মূলত তাকে নৌকা প্রতীকের সমর্থকরা সুকৌশলে ভিন্ন অজুহাত দেখিয়ে হত্যা করেছে। নৌকা প্রতীকের প্রার্থী মোতাই হোসেনের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।